সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:১৫ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
নিজস্ব সংবাদদাতা
সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) রাত দুইটায় ছোট কুমিরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে বলে দাবী করা হয়েছে এলিট ফোর্সের পক্ষ থেকে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার ফাহামিদ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কুমিরা এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী ডাকাত দলের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল সহ দুটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।