মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৫১ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
সাতকানিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম সামশুল ইসলামের রোগমুক্তি কামনায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বুধবার বাদে মাগরিব কেরানীহাটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীহাট জামায়াত ইসলামীর উদ্যেগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে ও জামায়াত নেতা নুর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন,
সাঙ্গু সাংগঠনিক থানার সেক্রেটারী মষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া প্রেসক্লাবের আহবায়ক শহীদুল ইসলাম বাবর ও যুবনেতা জাহেদুল ইসলাম ছাড়াও জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।