বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

সাতকানিয়ার নলুয়া ইউপিতে নতুন চমক! নৌকার মাঝি হলেন লিয়াকত আলী

প্রকাশিত : ৩:২৯ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

 

রায়হান সিকদারঃ

 

সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবারে নতুন চমক এসেছে।

নতুন চমক হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন দক্ষিল জেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ লিয়াকত আলী।

শুক্রবার ( ৭ জানুয়ারি ) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় তারা লিয়াকত আলী দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

এ ব্যাপারে নৌকার মাঝি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী জানান, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।আমাকে নৌকা প্রতীক দেওয়ায় প্রধানমন্ত্রীসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরো পড়ুন