শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১২:৩৯ পূর্বাহ্ন শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এবং ডলু বিটের জায়গা উদ্ধারে অভিযান চালিয়েছে বনবিভাগের সদস্যরা।
৭ মার্চ সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে উপজেলার চুনতি, পদুয়া রেঞ্জের আওতাধীন চুনতি সাতগড় ও ডলুবিট এলাকায় যৌথ টহল প্রদান করা হয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন চুনতি সাতগড় বিট কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম হাওলাদার এবং ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসির।
এসময় ডলু বিট ও ডলুবিট এলাকার বনকর্মীরা উপস্হিত ছিলেন।
সাতগড় বনবিট কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম হাওলাদার জানান, বনবিভাগের জায়গা উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। ডলুবিট ও সাতগড় বিট এলাকায় বনবিভাগের জায়গা উদ্ধারে আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। উচ্ছেদ অভিযান করে অনেক বন আইনে মামলা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।