মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে দূর্গাপুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত : ১০:৩০ অপরাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু বলেছেন এদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতি বন্ধন বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাম্য ও সম্প্রীতির পরিচয় দিয়ে হিন্দু মুসলমান এক সাথে বসবাস করছে। লোহাগাড়ার মানুষ ধর্মভীরু তবে কেউই ধর্মান্ধ নয়। সম্প্রীতির এ ধারাবাহিকতায় আপনাদেরকে এবারও আসন্ন দূর্গা উৎসব শন্তিপূর্ণ ভাবে সম্মিলিত ভাবে উদযাপন করতে হবে। এবারের পূজা পালন কেবল মাত্রই ধর্মীয় রীতি অনুসরণ করতে হবে। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। মন্দির কর্তৃপক্ষ থেকে সেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা দায়িত্ব গ্রহন করতে হবে। সার্বজনীন সারদীয় দুর্গোৎসবকে ঘিরে লোহাগাড়ার আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর থাকবে। দূর্গা উৎসবকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সে লক্ষ্যে আমাদের থানা পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোরভাবে ব্যবস্হা নেওয়া হবে। প্রত্যেক মন্ডপে স্বেচ্ছাসেবকের টিম থাকতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত নিরাপত্তা বজায় রাখতে হবে। সুন্দরভাবে সকলকে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে।

৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ ওবায়দুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শিবুরঞ্জন পাল,সাবেক সাধারণ সম্পাদক মাস্টার খোকন দাশ, সহ-সভাপতি,লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক বিশিষ্ঠ দানশীল ব্যক্তিত্ব ডাঃ রিটন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি প্রসেংজিৎ পাল,সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ,সাবেক সাধারণ সম্পাদক মাস্টার রিটন বিশ্বাস, বড়হাতিয়া মনুফকির হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, মাস্টার রিটনসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

এবছর লোহাগাড়া উপজেলার ৯টি ঘট পূজাসহ মোট ১০৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন