বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৪:২০ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
দেশবাংলা ডেস্কঃ
লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের বড়হাতিয়া বিটে ইটভাটায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলার বড়হাতিয়ার মগদিঘীর পাড় এলাকায় (মালিক ফরিদ মেম্বার) BBM ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ১২০ মণ অর্থাৎ ৩৬০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা করেছে বনবিভাগ।
২০ নভেম্বর বেলা ৩টায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ পদুয়ার সহকারী বন সংরক্ষক শওকত ইমরান ফরহাদ।
এসময় তিনি জানান, BBM ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ১২০ মণ অর্থাৎ ৩৬০ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়। ব্রিক ফিল্ডের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ
অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।