রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিনের দাফন সম্পন্ন

প্রকাশিত : ১২:৩১ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

১২ নভেম্বর( মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিন পাড়া আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো তৌছিফ আহেমদ , চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর , এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন
মৌলানা কাজী নাছির উদ্দিন ।

জানাজা পূর্বে বক্তব্য রাখেন.,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ওমর ফারুক চোধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার মুস্তাফিজুর রহমান চৌধুরী, ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন (৬৮) গতকাল সোমবার বিকাল ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

আরো পড়ুন