বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

প্রকাশিত : ৬:১৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মাইক্রোবাসের যাত্রী একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন শুভ (২৬) নরসিংদী পৌর এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।
আহতেরা হলেন- নাজমা আক্তার, মোহাম্মদ নুরু, নাদিয়া, রঞ্জনা আক্তার , মোবারক হোসেন, বৃষ্টি,কফিল উদ্দিন। তারা প্রত্যেকই নিহতের এলাকার বলে জানা গেছে।

জানা যায়, নরসিংদী পৌর এলাকা থেকে প্রায় ১০ জনের একটি দল মাইক্রোবাস যোগে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিলেন। হঠাৎ চুনতি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতের লাশ দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে আছে এবং আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ##

আরো পড়ুন