বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

প্রকাশিত : ৪:০৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে ।

২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও কেট কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা এসএম আবদুল জব্বার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মুুহাম্মদ মোসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদারসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

 

আরো পড়ুন