বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:২২ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পুলিশ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চার সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ সদস্যরা হলেন, এএসআই নাজমুল হাসান, নায়েক অনুকুল বর্মন, কনস্টেবল সামাদ ও মান্নান।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাইল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামুখী একটি পুলিশ ভ্যান ও বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশের চার সদস্য ও ট্রাকের চালক গুরুতর আহত হন। ট্রাকের চালকসহ ৪জনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রাফিকুল ইসলাম জামান বলেন, দুর্ঘটনায় আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা রেশনের জন্য কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। এছাড়াও
ট্রাকের চালকসহ ৪জনও আহত হয়েছে বলেও তিনি জানান।