বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় পানের বরজে ঢুকে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ৫:১৭ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাদুইল্লার ডুরি এলাকায় পানের বরজে প্রবেশ করে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত কৃষকের নাম সাহাব মিয়া(৭০)। তিনি উপজেলার আধুনগরের সিকদার পাড়ার মৃত সোলতান আহামদের পুত্র।১৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাদুইল্লার ডুরি এলাকায় প্রতিদিনের ন্যায় কৃষক সাহাব মিয়া পানের বরজে চাষাবাদ দেখাশুনা করতে যায়। সোমবার দুপুর ২টার দিকে বন্যহাতির দল পানের বরজে প্রবেশ করে তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে তিনি প্রান হারায়।চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জানান, বিষয়টি শুনেছি। আমার ইউনিয়নে পানের বরজের কাজ করে। তবে তার বাড়ি আধুনগরে। চুনতি সাতগড় বিট কর্মকর্তা রফিবুল ইসলাম জানান, বন্যহাতির আক্রমণে কৃষক সাহাব মিয়ার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

 

 

আরো পড়ুন