বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:২৪ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ ইনামুল হাছান।
১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওইদিন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ইউএনও শরীফ উল্যাহ।
জানা যায়, ইনামুল হাছান ৩৫তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা ফেনি।তিনি এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, কাট্টলি সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পটিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি), রাঙ্গামাট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্বিবদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
নবাগত ইউএনও ইনামুল হাছান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর।লোহাগাড়া উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় লোহাগাড়া উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।