বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : ৪:৩৭ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন” চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে শিক্ষা বিষয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কনফারেন্স রুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরে পাবলিক হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের লোহাগাড়া উপজেলার শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ নুরুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ আলী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক আজাদ।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক মোহাম্মদ আহসান হাবিবের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, লোহাগাড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল শুক্কুর, সহকারী শিক্ষক নাছির উদ্দীন, মোহাম্মদ আলী, গোপাল কান্তি বড়ুয়া ও সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পক্ষ থেকে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, নবাগত সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম সহ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আরো পড়ুন