মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:৪৭ অপরাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ঠ কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে ।
২২ নভেম্বর দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক উপজেলা বিআরডিবির হলে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক
ওয়াহিদুল আলম, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল আলম জানান,মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সমাজসেবার বিভিন্ন কর্মকান্ডের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমাদের সমাজসেবা কর্তৃক এলাকার লোকজন কে স্বাবলম্বী করতে
হাসমু্রগী লালন পালন করতে হবে। আয় উন্নতির কাজে ব্যবহৃত করতে হবে।
প্রশিক্ষণ শেষে উপকারভোগী লোহাগাড়ার ৬জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ শহিদুল আলম।