বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৪:০৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

মুজিব বর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় থানা প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য,পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ওমর ফারুক,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ ওবায়দুল ইসলাম, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ(ইন্সপেক্টর) কাজী আজম মাহমুদ ,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমেদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মুহাম্মদ নাজমুল হাসান মিন্টু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ।

লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবদুল খালেক, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, মুহাম্মদ দিদারুল আলম বাবুল, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য, আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আখতার হোসাইন চৌধুরী, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক(ভারপ্রাপ্ত) মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী,

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন,পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকাণ্ডকে আরো জোরদার করে শান্তির জনপদে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। পুলিশ ও জনগণের সেতুবন্ধন কমিউনিটি পুলিশের একটি অন্যতম বৈশিষ্ট্য।জনগণের সাথে নিবিড় সম্পর্ক। প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগীতায় কমিউনিটি পুলিশিং সেবা এগিয়ে যাবে বলেও তিনি জানান।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।সাধারণ মানুষের জন্য পুলিশের প্রতিটি সেবা সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে।

কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।

আরো পড়ুন