বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:০৩ পূর্বাহ্ন বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৬ষ্ট খেলায় এফ সি বান্দরবন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চন্দনাইশ ফুটবল একাডেমী।
শনিবার (৫মার্চ) বিকেলে উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত ৮০ মিনিটের খেলায় শেষ বাঁশি বাজার সাথে সাথে ১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েন চন্দনাইশ ফুটবল একাডেমী।
খেলায় প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান, যুব সমাজের অহংকার এসএম ইউনুচ।
আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে খেলায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মুহাম্মদ জহির উদ্দীন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টে সদস্য সচিব মাস্টার এসকে সামশুল আলম,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, সাবেক ইউপি সদস্য মো. নাছির উদ্দির,এসআই নুরুন নবী,ক্রীড়ামোদী ব্যক্তিত্ব মুহাম্মদ নাছির উদ্দিন, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, যুবলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ, জিয়াউল হক প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারীর দায়িত্বে ছিলেন বিটু রাজ বড়ুয়া, সহকারী রেফারি শরিফ জামান খাঁন, আরিফ এবং মাসুম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মাসুম।
খেলায় ধারা বর্ণানা করেন- জনপ্রিয় ধারাভাষ্যকার মো. আব্দুল মন্নান আজাদ ও মো. কাইছার হামিদ।
জমজমাট এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ চন্দনাইশ ফুটবল একাদশের খেলোয়াড় পারভেজ।