বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:২০ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা মহামারীতে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি ভলান্টিয়ার এবং স্কাউটদলের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প কমিটির সহায়তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
৭ নভেম্বর হতে ৯ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
একইদিন উপজেলা পাবলিক হলে প্রশিক্ষণ কর্মশালায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আবু সাঈদ রানা, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান,কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।
প্রশিক্ষণ কর্মশালার পুর্বে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উপস্হিত সকলকে জনসচেতনতা সৃষ্টি করতে আগুন নিবারণের পদ্ধতিগুলো দেখানো হয়েছে ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা সকল প্রতিনিধি ও মুয়াজ্জিন ইমামগণ অংশগ্রহণ করেছেন।