বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৫:৫৪ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আশেকে রসূল (সাঃ) অলিকুল শিরোমনি মুজাদ্দেদে মাহফিলে সীরতুন্নবী (সাঃ) প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৪৯তম সীরতুন্নবী (সঃ) মাহফিল আজ ১০নভেম্বর রোববার বাদে জোহরের পর থেকে শুরু হয়েছে।
ঐতিহাসিক ৪৯তম সীরাতুন্নবী(সঃ) মাহফিলের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি।
বাদে জোহর থেকে আনুষ্ঠানিক ভাবে ১৯দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত হাজার হাজার মুসলিম জনতার সামনে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশ্ববরেণ্য আলেদ্বীন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
চুনতি হাকিমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মাওলানা হাসান ছিদ্দিকির সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন,সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানি, এওচিয়া ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ প্রমুখ।
এছাড়াও উপজেলার সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্হিত ছিলেন।
১৯দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উপস্থিত থেকে সীরত মাহফিলের সুন্দর ও শৃঙ্খলা বজায় রেখে তাবারুকের দাওয়াত দিয়েছেন পরিচালনা কমিটির সদস্য শাহজাদা মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার।