বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ার চুনতিতে কাদায় আটকে আছে বন্য হাতি

প্রকাশিত : ৫:৪১ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকায় কাদায় একটি হাতি আটকা পড়েছে।

৮ নভেম্বর ( শুক্রবার ) সকালে ছিদ্দিক নামে একজন স্থানীয় লোক হাতিটিকে দেখতে পেয়ে ইউপি সদস্য আবদুল মান্নান সিকদারকে খবর দেন।

চরম্বা ইউপি সদস্য আবদুল মান্নান সিকদার বলেন, খবর পেয়ে বিষয়টি আমি ডলু বিট অফিসার মো: মোবারক হোসনকে অবহিত করি তিনি তাৎক্ষনিক ফোর্স পাঠাবে বলে আমাকে জানিয়েছেন ।

স্থানীয়রা জানান, জায়গাটা হাতির বিচরণ এলাকা। ধারণা করা হচ্ছে ভোর রাতে হাতিটি পাল থেকে আলাদা হয়ে কাদায় আটকে পড়ে আছে। হাতিটি দীর্ঘ সময় আটকে থাকলেও এখনো পযর্ন্ত কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।

এ ব্যাপারে ডলু বিট কর্মকর্তা মোবারক হোসেনর সাথে মুঠোফোন ( ০১৮৬৬৭৪৯৭৬৭) নং এ যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই রিপোর্ট লেখা পযর্ন্ত হাতিটি ওই স্থানে আটকে রয়েছে। এখনো পযর্ন্ত উদ্ধারে কেউ এগিয়ে আসেনি

আরো পড়ুন