রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:৪১ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,লোহাগাড়া উপজেলা আরকান সড়ক, ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, লোহাগাড়ার রশিদার পাড়া এলাকার কৃতি সন্তান মোহাম্মদ নুরুল হক নুনু চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী সভাপতি পদে ১০৩৮ ভোট পেয়ে লোহাগাড়াবাসীকে সম্মানিত করায় লোহাগাড়া উপজেলা আরকান সড়ক, ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ২৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা সদরের পুরাতন থানাস্হ সংগঠনের কার্যালয়ে শ্রমিকনেতা নুরুল হক নুনুকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আরকান সড়ক, ট্রাক, কাভারভ্যান ও মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, উপজেলা সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ এহেছানুল হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক ও লোহাগাড়া ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক মুহাম্মদ আসাদুল হক, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, লোহাগাড়া ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইছহাক, লোহাগাড়া ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য মুহাম্মদ খানে আলম প্রমুখ।
সংগঠনের সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী তার বক্তব্যে বলেন, শ্রমিকনেতা নুরুল হক নুনু চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী সভাপতি পদে ১০৩৮ ভোট পেয়ে আমাদের লোহাগাড়াবাসীকে সম্মানিত করেছেন।
আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছাসিত।
পুরো চট্টগ্রাম জেলায় সংগঠনে লোহাগাড়ার কৃতি সন্তান শ্রমিকনেতা নুরুল হক নুনু নেতৃত্ব দিবেন এটা নিয়ে আমরা অনেক বেশী গর্ববোধ করছি।