মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ৮:৩৩ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় বঙ্গ মাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর ( মঙ্গলবার) বিকালে লোহাগাড়া শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।

বঙ্গ মাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় চরম্বা বাইয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে চাকফিরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার,মোঃ আকরাম হোসেন, লোহাগাড়া উপজেলা আ’লীগ নেতা রাজনীতিবিদ এস এম গনি সম্রাট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক , মুসলিম উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আজমত উল্লাহ খান,সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী মুহাম্মদ ওমর ফারুক,লোহাগাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাস্টার জহির উদ্দিন মোহাম্মদ বশির,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার প্রমূখ।
অনুষ্টান পরিচালনা করেন মধ্য কলাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ জহির উদ্দিন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

আরো পড়ুন