বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:৩০ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বীর মুক্তিযোদ্ধা সন্তান আ.স.ম দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও রাজনৈতিক প্রতি হিংসা মূলক দাবি করে মানববন্ধন করা হয়েছে।
৩ অক্টোবর সকালে ইউনিয়নের এমচর হাট বাজারে পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা মাস্টার আবদুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুর হোসেন সহ
শতাধিক স্থানীয় লোকজন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান দিদারুল আলমের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত নিউজটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।