সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ১১:৫০ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ভবানীপুর এলাকায় মাছ ধরতে গিয়ে মোঃ আলমগীর (৩২) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭) জুলাই সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর বড়হাতিয়া ইউনিয়নের হামিদের বর পাড়ার কালা মিয়ার পুত্র। পেশায় টমটম চালক। তিনি তিন পুত্র সন্তানের জনক।
এলাকার বাসিন্দা রুবেল ও তারেক বলেন, কয়েকদিন ধরে ভবানীপুর প্রাইমারি স্কুলের পার্শ্বে বিলে বুম মোটর লাগিয়ে আলমগীরসহ ৫/৬জন মিলে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে আমরা লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে আসি। তাকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ কফিল উদ্দিন বলেন, আলমগীর নামে যুবক হাসপাতালে নিয়ে আসার আগেই প্রান হারায়।আমরা তাকে ইসিজি দিয়ে পরীক্ষা করে দেখেছি। বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মারা যান।