রবিবার, ১০ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৪:০১ অপরাহ্ন রবিবার, ১০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২.০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,লেডিস ক্লাব, থানা প্রশাসন,স্বাস্হ্য বিভাগ,বনবিভাগ, পল্লী বিদ্যুৎ, যুবলীগ, আনসার বিডিপিসহ উপজেলার সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু,ইউএনও জিতুর সহধর্মিণী রওশনা শারমিন রথি,উপজেলা নবাগত সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মুহাম্মদ আতিকুর রহমান ,উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুুহাম্মদ দেলোয়ার হোসাইন, লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ সরওয়ার জাহান,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক,মুহাম্মদ মোসলেম উদ্দিন,মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা, বীর শহীদগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল গফুর।
এর পুর্বে রাত সাড়ে ১১টার দিকে নান্দনিক ও দৃষ্টিনন্দন ভাবে নব নির্মিত লোহাগাড়া উপজেলায় অভ্যান্তরে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতুসহ উপজেলার কর্মরত সকল কর্মকর্তারা উপস্হিত ছিলেন।