মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:৪৫ অপরাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া বড়দুয়ারা সংরক্ষিত বনাঞ্চলে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।এসময় পাহাড় কাটার দায়ে দুটি ডাম্পার জব্দ এবং তিনজনকে আটক করা হয়।গত ১৮ ডিসেম্বর বিকেলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম অভিযান পরিচালনা করা হয়।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, সোমবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশ পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়। অভিযানকালীন সময়ে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় ভূমিদস্যু কর্তৃক অনুপ্রবেশ করে পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে পাচারের সময় পাহাড়ের মাটি বোঝাই ২টি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িত ৩ জন আসামীকে আটক করা হয়।আসামী ৩ জনকে বিজ্ঞ বন আদালত,চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।