বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি, ৩০ জলদস্যু গ্রেপ্তার

প্রকাশিত : ৫:৫৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর

দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রোববার রাত থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত চলে রুদ্ধশ্বাস এ অভিযান।র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, পিপিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অভিযানে তিনটি ট্রলার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জাল জব্দ করা হয়েছে। যা এ যাবৎকালে সাগরে র‌্যাব-৭ পরিচালিত অভিযানের সবচেয়ে বড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বঙ্গোপসাগরে (চট্টগ্রাম-কক্সবাজার উপকূল) অভিযান চালায় র‌্যাব। রোববার রাতে জলদস্যুদের অবস্থান শনাক্তের পর তাদের দীর্ঘপথ তাড়া করে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে নিয়ে আসা হয়।তিনি বলেন, জব্দকৃত তিনটি ট্রলার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জাল জব্দ করা হয়। যা এ যাবৎকালে সাগরে র‌্যাব-৭ পরিচালিত অভিযানের সবচেয়ে বড় সাফল্য। এ অভিযানে ৩০ জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

আরো পড়ুন