মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:০১ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
কামাল পারভেজ অভি,ফটিকছড়ি
সৌদিআরবের রাজধানী রিয়াদে প্রেমিকার সঙ্গে অভিমান করে নূর হোসেনের (২৫) নামে ফটিকছড়ির এক প্রবাসী যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত নুর হোসেন ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের হাজিপাড়ার মোহাম্মদ শফি উল্লার ছেলে।
পরিবারে ৫ ভাই ৩ বোনের মধ্যে নুর হোসেন ছিলেন ৭ম।তিনি ২০১৭ সালের মার্চ মাসে সৌদিআরবে পাড়ি জমান।
২ মে (রবিবার) স্হানীয় সময় সকাল ৮ টায় দেশটির রাজধানী রিয়াদের এসকান-১ এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই তারা কাজে বের হন। এসময় নুর হোসেনের আত্মহত্যার কোন লক্ষণই দেখা যায়নি। দুই ভাই একই রুমে পাশাপাশি থাকেন। কাজও করেন একই কোম্পানিতে।দুজনেরই কর্মস্থল আলাদা।
নুরুর সাথে একটি মেয়ের সঙ্গে ফোনালাপ হতো। মেয়েটির সঙ্গে ঝগড়ার রেশ ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
নিহতের ভাই খোকন জানান, প্রতিদিনের মতোই ঘটনার দিনও আমরা দুই ভাই কোম্পানির গাড়িতে করে কাজে বের হই।কাজে যাওয়ার কিছুক্ষন পর নূর হোসেনের কর্মস্থল থেকে সহকর্মীরা ফোন করে জানান, তার ভাই মারা গেছে।তবে কিভাবে মারা গেছে তা আমাকে আগে জানানো হয়নি। পরবর্তীতে আমাকে জানানো হয় নুর হোসেন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
খোকন আগে কেনদিন জানতেন না তার ছোট ভাইয়ের সাথে কোন মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরে বাড়ি থেকে নিহত নূর হোসেনের ভাবীদের মাধ্যমে জানা যায় এই প্রেমের কথা। এছাড়াও নিহতের মোবাইল থেকে ঐ প্রেমিকার একাধিক ছবি পাওয়া যায়। জানা যায়, ঐ প্রেমিকার নাম হালিমা। দেশের বাড়ি কুমিল্লা।
এদিকে সৌদি প্রবাসী নুর হোসেন এর অকাল মৃত্যুতে রিয়াদ ও পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের মরদেহ বর্তমানে রিয়াদের স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।