বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:৩৩ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
লোহাগাড়া প্রতিনিধিঃ
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু।
সোমবারর(১১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ , চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুুহাম্মদ রাফিকুল ইসলাম জামান,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,স্হানীয় ইউপি সদস্য মুুহাম্মদ রফিক উদ্দিন।
পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া রহমান জিকু পূজারীদের উদ্দেশ্যে বলেন, বারো মাসে তের পার্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া বা দূর্গা পূজাই বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। এ দেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে। যারা এ দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় অল্প। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের ব্যাপারে সতর্ক রয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা সত্যিই অনেক প্রশংসার দাবীদার রাখে।
তিনি আরো বলেন, পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের সুবিধার্থে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ অত্যন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লোহাগাড়া পুলিশ সদা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।