শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১১:৫৪ অপরাহ্ন শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
রায়হান সিকদার, দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া রেঞ্জ কর্তৃক চেক স্টেশন এলাকা থেকে দুটি এবং হাঙ্গর বনবিট এলাকা একটি অবৈধ জ্বালানি কাঠবাহী জিপ পিকআপ জব্দ করেছে পদুয়া বনবিভাগ। এ সময় অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।২৪ ডিসেম্বর বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।এসময় পদুয়া চেক স্টেশন কর্মকর্তাসহ অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান,
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রোববার বিকেলে পদুয়া চেক স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি কাঠভর্তি দুটি পিক-আপ এবং হাঙ্গর বনবিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি কাঠভর্তি একটি জিপ পিকআপসহ তিনটি পিক-আপ জব্দ করা হয়।এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত পিক-আপ গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।