মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৫১ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপির সাথে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের একটি ক্লাবে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালিন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী।মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের স্বতন্ত্র পদে ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপি।বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বীর মুক্তিযোদ্ধা এরশাদুল হক ভেট্টু,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, বীর মুক্তিযোদ্ধা তপন কুমার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক দিদারুল আলম বাবুল,লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ রিয়াদসহ লোহাগাড়ার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ঈগল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এম.এ মোতালেব জানান,সাতকানিয়া-লোহাগাড়ার মানুষকে সেবা দিতে এসেছি। সংসদ সদস্য নির্বাচন করার পুর্বেও মানুষের পাশে থেকেছি। আমি চাই একটু সুন্দর সাতকানিয়া-লোহাগাড়া গড়তে। আমি মুক্তিযোদ্ধাদের পাশে আছি,থাকবো। নির্বাচিত হলে কোন ধরণের সিন্ডিকেট থাকবেনা। তিনি আরও জানান,সম্প্রতি বন্যার সময়ও এলাকার হত দরিদ্র মানুষের পাশে থেকেছি। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচন করতে অনুরোধ জানান।