রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
প্রকাশিত : ৮:৪৪ পূর্বাহ্ন রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে
চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সিরতুন্নবী (সঃ) মাহফিলের সমাপনী দিবসের সমপানী অধিবেশনে তাকরির শুরু করেছেন, নারায়নগঞ্জ জৌনপুরী দরবারের বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা এহসান উল্লাহ আব্বাসী। তিনি তাকওয়ার পরিচয় ও মানবজীবনে এর অপরহিার্যতা নিয়ে আলোকপাত করার কথা রয়েছে। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল মুতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। এর আগে অনুষ্ঠিত আরো তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে, চুনতীর বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ মাওলানা সিরাজল আরেফীন, যথাক্রমে বান্দরবান মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা মোহাম্মদ হোছাইন ও ঠাকুরদিঘী হেমায়েত ইসলাম মাদ্রাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী।