বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৬:১৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপিসহ শরীকদলের ডাকা দেশজুড়ে টানা দু` দিনের অবরোধ কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংসতা করতে পারে নেতাকর্মীরা।
৫ নভেম্বর সকাল ৭টার দিকে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা, যান চলাচল,নাশকতা ও সহিংসতা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ,রাশেদুল ইসলামের নেতৃত্বে টিম লোহাগাড়ায় গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তৎপরতা বৃদ্ধি করেছেন।
লোহাগাড়ায় কোথাও যেন নাশকতা ও সহিংসতা করার পরিকল্পনা করলে সে যেই হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানিয়েছেন।
ওসি জানান, পুলিশ প্রশাসন মাঠে রয়েছে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য।কোথাও বিশৃঙ্খলা যাতে না হয় তা ঠেকাতে নিয়মিত পুলিশে টহল জোরদার করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করছেন।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, অবরোধকে কেন্দ্র করে লোহাগাড়িয় জনগণের জানমালের ক্ষতি করলে সে যেই হোক না কেন তা কঠোর হাতে দমন করা হবে।
টহল জোরদারকালে লোহাগাড়া থানার এসআই নয়ন এবং এএসআই মাসুকুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।