বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৫:৫৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৬ আগষ্ট লোহাগাড়ায় আওয়ামী লীগ , যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ছাত্র লীগের উদ্যোগে আয়োজিত র্যালী আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হবে।
উক্ত প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে লোহাগাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট (বুধবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে রাখেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে সভায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ,সদস্য এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড সমিতির সাবেক সভাপতি,লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার চেয়ারম্যান শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান এমএ ওয়াহেদ,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সাবেক পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ আনিস উল্যাহ, উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি নুরুল আলম কোম্পানী, উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্যা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।