বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবীর আখেরী দিবসের প্রতি মুহুর্তের খবর জানাবে www.deshbangla.net

প্রকাশিত : ৪:২৮ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

মুসলমানদের ইমানী শক্তিকে বলিয়ান ও রাসূলুল্লাহ (সঃ) এর জীবন কর্ম প্রচারের মাধ্যমে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে ধাবিত করার মহান উদ্যেশে ১৯৭২ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর মহান আধ্যাতিক সাধক আশেকে রাসূল (সঃ) হিসেবে খ্যাত হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ প্রকাশ (শাহ ছাহেব কেবলা) (রাঃ) বিশ্বের একমাত্র ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) প্রতিষ্টা করেছিলেন। চলতি বছরের ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ মাহফিলটির আখেরী দিবস হচ্ছে আজ ৫ নভেম্বর শুক্রবার। এ দিন সকাল থেকে শুরু হবে মাহফিলের নির্দিষ্ট বক্তাদের বিষয় ভিত্তিক বয়ান। ৫ নভেম্বর দিবাগত রাত শেষে শনিবার ফজরের নামাজের আগে অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। ফি বছর এ মাহফিলে অংশ নেন অন্তত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ। মাহফিলে দেশবরণ্য বক্তাদের গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক বক্তব্য ছাড়াও আগ¦ত শ্রোতাদের জন্য রয়েছে তাবরুকের ব্যবস্থা। মাহফিল শুরুর দিন থেকে শেষ দিন অবধি এ তবারুকের ব্যবস্থা করতে পারাটাকে বড় ধরনের আল্লাহর রহমত বলে মনে করেন আয়োজকরা। এতদঞ্চলের সর্ববৃহত আয়োজন এ মাহফিলের প্রতি মুর্হুতের খবর জানাতে মাহফিল অঙ্গনে থাকবেন আমাদের চীফ রির্পোটার শহীদুল ইসলাম বাবর। চুনতীর ঐতিহাসিক এ মাহফিলের প্রতি মুর্হুতের খবর জানতে ভিজিট করুন  www.deshbangla.net

আরো পড়ুন