বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

চরম্বায় ৩টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান, কাঠ,সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত : ৩:১৪ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া রেঞ্জের আওতাধীন চরম্বা নয়া বাজার ও মনিয়া মসজিদ নামক এলাকায় ৩টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়

৩১ দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের ন‌ির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চরম্বা নয়া বাজারের আবদুস শুক্কুর, গুরা মিয়া, মাইজবিলা মনিয়া মসজিদ এলাকায় নজির মেম্বারের মালিকানাধীন করাতকলসহ ৩টি অবৈধ করাতকলে অভিযান চালায়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং অবৈধ কাঠ জব্দ করা হয়।

এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান কালে বনবিভাগের কর্মীরা উপস্হিত ছিলেন।

 

আরো পড়ুন