বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ঘাতকেরা মুজিবকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনিঃ মফিজুর রহমান

প্রকাশিত : ৬:৩৯ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর নাম এখন প্রতিটি ঘরে ঘরে।তার আদর্শকে উজ্জীবিত করতে হবে।স্বাধীন সংগ্রামের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতির এক অম্লান স্মৃতি। ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে, ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করলে ও হত্যা করলে তার আদর্শকে হত্যা করতে পারেনি।বঙ্গবন্ধুর আদর্শ ও অবদানে উজ্জীবিত হয়ে তাঁর কন্যা শেখ হাসিনা এদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সমস্ত খুনীদের বাংলাদেশে এনে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি জামায়াত খুন-ঘুমের রাজনীতি করে যাচ্ছেন। তারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাজিয়েছেন। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হলে পুণরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

২৭ আগস্ট দুপুরে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলার সর্ববৃহত্তম বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেছেন।

সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া পৌর মেয়র,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুহাম্মদ জুবায়ের।

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা রিদুয়ানুল হক সুজনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির ও সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ফরিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সাংগঠনিক  সম্পাদক নাজমুল হাসান মিন্টু,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদুল হক, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, লোহাগাড়ার মেয়ে, লোহাগাড়ার পুত্রবধু সুরাইয়া খানম লিলি, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, যুবলীগ নেতা শাহিদুল কবির সেলিম , লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-মাদ্রাসা ও শিক্ষা বিষয়ক সম্পাদক হামিম হোসাইন রবিন ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

সভায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাসেম মিয়া,,আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির বদ, সাধারণ সম্পাদক আলী আহমদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিনসহ স্বেচ্ছাসেবকলীগের সকল নেতৃবৃন্দ ও অন্যান্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সকলের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

আরো পড়ুন