বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন জিয়াউল হক চৌধুরী বাবুল

প্রকাশিত : ৩:৪৪ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।

২৩ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ সভাপতি পদে মনোনীত করা হয়।

গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি,লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক আমাকে গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।

গৌড়স্হান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো পড়ুন