বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:১৫ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গারাঙ্গীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
২ নভেম্বর সকালে বিদ্যালয়ের হল রুমে কমিটির নির্বাচন শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে উপস্হিত ছিলেন সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আজম শরীফ।
উক্ত পরিচালনা পরিষদের নির্বাচনে পুণরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম- ১৫ আসনের মাননীয় সাংসদ,প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সুযোগ্য একান্ত সচিব,সাতকানিয়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী।
অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন মুহাম্মদ জাফর,নুরুল আবছার,শ্যামল বড়ুয়া,মুহাম্মদ কাইছার উদ্দিন ।
নির্বাচন শেষে পুণরায় সভাপতি পদে নির্বাচিত এরফানুল করিম চৌধুরী ও মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আজম শরীফকে বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুুহাম্মদ নেজাম উদ্দিন, স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্হিত ছিলেন।
পুণরায় নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি তারুণ্যের অহংকার এরফানু্ল করিম চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আমি বিগত সময়েও বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছি। পুণরায় অামাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সকলের কাছে অনেক বেশী চিরকৃতজ্ঞ ।
বিশেষভাবে মাননীয় সাংসদ মহোদয় কে অসংখ্যা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আগামীতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি