বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশিত : ৫:৫৬ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
স্ত্রী-পুত্র আটক
শহীদুল ইসলাম বাবর
স্ত্রীর পরকিয়ায় অতিষ্ট হয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হবার পর স্ত্রীকে পরকিয়া থেকে ফিরে আসার জন্য বলায় গভীর রাতে মারতে মারতে ঘরের বাইরে এনে রশি দিয়ে বেধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্তে নামে থানা পুলিশ। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত স্ত্রী ও সন্তানকে আটকও করেছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গ্যা পাড়া এলাকায় গত সোমবার দিনগত রাত আনুমানিক ২টার সময় এ ঘটনা ঘটে। আহত স্বামী আবুল হোসেন প্রকাশ আবু ভান্ডারি(৫০)কে পুলিশ উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবু ভান্ডারির দাবী, ধর্মপুর ইউনিয়নের আলমগির চৌধুরী বাড়ির মৃত ছাবের আহমদের পুত্র আব্দুল কাদেরের সাথে পরকিয়ায় লিপ্ত তার স্ত্রী শাহিন আক্তার (৩৮) তাদের নিজ ঘরে বেশ কয়েক বার আপত্তিজনক অবস্থায়ও দেখেছেন। এ নিয়ে স্ত্রী শাহিন আক্তারকে বার বার বলার পরেও সংশোধন না হওয়ায় আবু ভান্ডারি স্থানীয় শঙ্খনদীতে ঝাপিয়ে পড়ে আত্মহত্যারও প্রচেষ্টা চালান। কিন্তু স্থানীয় গ্রামবাসী তাকে ধরে রেখে দেওয়ায় আত্মহত্যা করতে পারেনি। এরিমধ্যে গত সোমবার গভীর রাতে ঘরে পরকিয়া প্রেমিক কাদেরের অবস্থানকে কেন্দ্র করে বিতান্ডা হলে আবুর সাথে স্ত্রী শাহিন আক্তারের বিতান্ডা শুরু হয়। স্ত্রীর সাথে যোগ দেয় ছেলে খাইরুল এনাম (২০) ও মেয়ে ফাতেমা ইয়াছমিন (১৮)। বিতান্ডার এক পর্যায়ে আবু ভান্ডারিকে মারতে মারতে ঘর থেকে বের করে বের করে এনে রাস্তার উপর রশি দিয়ে বেঁধে মারতে থাকে। সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, আবু ভান্ডারির স্ত্রীর সাথে কাদেরের পরকিয়ার বিষয়টি স্থানীয় সবাই জানে। এটি নিয়ে আগেও বেশ কয়েকবার ঝামেলা হয়েছে। গভীর রাতে আবু ভান্ডারীকে নির্দয় ভাবে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে অভিযুক্ত স্ত্রী-সন্তানকে পুলিশ থানায় নিয়ে আসে। এবিষয়ে আবুল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, এক লোককে গভীর রাতে পেটানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের পক্ষ থেকে খবরাখবর নেওয়া হয়। বিষয়টি সর্ম্পকে বিস্তারিত জানতে স্ত্রী-সন্তানকে থানায় আনা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আবুল হোসেন ওরফে আবু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।