শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১১:৪৬ অপরাহ্ন শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ পশ্চিম কলাউজানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে।এসময় একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।
১০ জানুয়ারী দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা ।
তিনি জানান, উপজেলার কলাউজানের ২নং ওয়ার্ডস্হ পশ্চিম কলাউজানে অবৈধ ভাবে একটি প্রভাবশালী চক্র কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,ইউপি সদস্য মুহাম্মদ আবদুর রহিম,থানা পুলিশের কর্মকর্তা, আনসার সদস্য ও ভূমি অফিসের নয়ন দাশ উপস্হিত ছিলেন।