বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ইউএনও যখন শিক্ষক

প্রকাশিত : ৫:২৬ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ দায়িত্ব পালন করলেন শিক্ষকের ভূমিকা। প্রশাসনিক ও দাপ্তরিক কাজের শত ব্যস্ততার মাঝেও শিক্ষার গুনগতমান বিকাশের জন্য তিনি প্রতিনিয়ত চেষ্ঠা করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে।
আজ ২৯ অক্টেবার মঙ্গলবার পরিদর্শনের অংশ হিসাবে সকালে পশ্চিম কলাউজান খালাসী পাড়া সরকারি প্রথামিক বিদ্যালয় ও হযরত খদিজাতুল (রাঃ) মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উপর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন কালে তিনি প্রায় প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে কিছুটা সময় শিক্ষকের ভূমিকায় শিক্ষার্থীদের পাঠদান করান। এসময় তিনি সমৃদ্ধ ও উন্নত আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ে প্রধান শিক্ষককে অবগত করেন।

আরো পড়ুন