রবিবার, ১০ নভেম্বর ২০২৪

অসুস্হ মুক্তিযোদ্ধা রফিক দিদারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ২:৪৮ অপরাহ্ন রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

মুহাম্মদ রফিক দিদার। তার পিতার নাম মৃত কালা মিয়া। সে উপজেলার সদর ইউনিয়নের খলিফা পাড়া এলাকার বাসিন্দা। রফিক দিদার একজন মুক্তিযোদ্ধা।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযোদ্ধা রফিক দিদার বর্তমানে হার্টের সমস্যায় ভুগছেন।তার উন্নত চিকিৎসার প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার । কিন্তু তার নেই তেমন সামর্থ্য।

মুক্তিযোদ্ধা রফিক দিদারের অসুস্হ খবর শুনে উন্নত চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
১৮নভেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা রফিক দিদারের হাতে নগদ ১লক্ষ টাকার চিকিৎসা সহায়তা তোলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।

এসময় উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিতাই চাকমা, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেম উদ্দিন, সিএ মুহাম্মদ রুবেল ও সমির কান্তি দাশ উপস্হিত ছিলেন।

আরো পড়ুন