বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:২২ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
রায়হান সিকদার, দেশবাংলাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী, লোহাগাড়ার চুনতির পুত্রবধু ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষ থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা(বনজ, ফলজ ও ওষুধি) গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
১৫ জুলাই (সোমবার) সকালে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চুনতি মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু,সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম ইমনসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু বলেন,গাছ আমাদের পরিবেশের বন্ধু। আমরা এই গাছের চারা রোপণ করে পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দিয়ে পরিবেশের ভারসম্য রক্ষা করবে। এতে উত্তপ্ত বায়ু শীতল হবে। আমাদের চুনতির পুত্রবধু, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।