প্রকাশ: ২০২০-০৪-১৫ ১২:৩১:৩১ || আপডেট: ২০২০-০৪-১৫ ১২:৩১:৩১
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে লকডাউন
কার্যকর হবে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ আলম বিষয়টি নিশ্চিত।বিস্ব কাপানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও আরো ৭ জন আক্রান্ত হওয়ার পর প্রশাসন সে সিদ্ধান্ত নিল। এর আগে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা মিলিয়ে ৪ শ ৬১ পরিবারকে লকডাউন করে রাখা হয়েছিল। সর্বশেষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আনো ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে উপস্থিতি নিশ্চিত করে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রফিক্যাল আ্যন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)। নতুন করে আক্রান্তদের মধ্যে করুণায় মৃত সিরাজুল ইসলামের ছেলে ও সিরাজুল ইসলামের সংস্পর্শে থাকা লোকজন রয়েছে।
Comments
Add Your Comment