প্রকাশ: ২০২০-০৪-১৫ ০১:২২:৪৯ || আপডেট: ২০২০-০৪-১৫ ০১:২২:৪৯
সাতকানিয়া প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতি ক্রমবর্ধমান হারে ভয়াবহতার দিকে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে ১৫ এপ্রিল বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতকানিয়া উপজেলা ‘লকডাউন’ থাকবে। চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ও সাতকানিয়া থানা পুলিশের সাথে পরামর্শক্রমে এই নির্দেশনা দেন।
লকডাউন চলাকালীন সময়ে স্ব স্ব এলাকায় করোনা মহামারির বিস্তার রোধ ও প্রাদুর্ভাব থেকে জনগণকে মুক্ত রাখতে উপজেলার বিভিন্ন এলাকার সকল জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বসাধারণকে লকডাউনের নীতিমালা পুরোপুরি মেনে চলার অনুরোধও জানিয়েছেন।
Comments
Add Your Comment