প্রকাশ: ২০২০-০৪-১৪ ২৩:৫২:১৫ || আপডেট: ২০২০-০৪-১৪ ২৩:৫২:১৫
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
৮৩ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল দেশবাংলায় এরকম একটি সংবাদ গতকালকে প্রকাশিত হয়।
লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের আমির বাপের পাড়া এলাকার মৃত আবদুল জলিলের পুত্র হতদরিদ্র ইসমাঈল অতি কষ্টে ৪ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছেন।
বৃদ্ধ ইসমাঈলের নিউজটি দেশবাংলায় প্রকাশিত হওয়ার পর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের দৃষ্টিগোচর হয়। তিনি সংবাদ পাওয়ার পর থেকে উক্ত প্রতিবেদককে মুঠোফোনে বৃদ্ধ ইসমাঈল সম্পর্কে জানতে চান।
পরে সমাজসেবা অফিসার বৃদ্ধের অসহায়ত্ব জীবনযাপনের কথা বিবেচনা করে তাকে শীঘ্রই বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দেন।
সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন জানান, এত বছর পার করলেও বৃদ্ধ ইসমাঈল বয়স্ক ভাতার আওতায় আসেনি জানা ছিলনা। তার বিষয়ে তো স্হানীয় জনপ্রতিনিধিরা কেউ বলেননি। আপনিতো তার সম্পর্কে নিউজ করার পর জানতে পারছি। তিনি আরো বলেন, কোন টাকা ছাড়া বৃদ্ধ ইসমাঈলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বয়স্ক ভাতার কার্ড ব্যবস্হা করে দেওয়া হবে। তার পরিবারের পক্ষ থেকে যেকোনো ব্যক্তি তার সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
Comments
Add Your Comment