প্রকাশ: ২০২০-০৪-১৩ ২৩:২৫:০২ || আপডেট: ২০২০-০৪-১৩ ২৩:২৫:০২
দেশবাংলা ডেস্কঃ
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১০৪টি নমুনা পরীক্ষায় আরও দুজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরের সড়াইপাড়ার এক নারী দুপুরেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন।
১৩এপ্রিল(সোমবার) রাত ১০টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির নিশ্চিত করেছেন।
ডাঃ হাসান শাহরিয়ার কবির বলেন, সকালে ৫০ বছর বয়সী এক নারীকে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কিছুক্ষণ আগে বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামে করোনায় মৃত্যুের সংখ্যা দাঁড়াল ৩জন।
Comments
Add Your Comment