প্রকাশ: ২০২০-০৪-১৩ ১১:৫০:৩৪ || আপডেট: ২০২০-০৪-১৩ ১১:৫০:৩৪
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ দিলেন কলাউজান ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান, লোহাগাড়া জেনারেল হানপাতালের নির্বাহী পরিচালক,সনাতনী সম্প্রদায়ের নেতা নিবাস দাশ সাগর ।
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া)`র সংসদ সদস্য, উন্নয়নের সফল কান্ডারী, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর বাবু`র নিজস্ব অর্থায়নে গত ২/৩দিন পুর্বে প্রথম ধাপে কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তিনি।
১৩ এপ্রিল তার নিজস্ব তহবিল হতে কলাউজান ইউনিয়নের নাথ পাড়া, রঁবিচান পাড়া,মালি পাড়াসহ ৯নং ওয়ার্ডের ১`শ কর্মহীন,অসহায়,দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের মাঝে সাবেক চেয়ারম্যান রাজা মিয়ার বাড়ীঘাটার সামনে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্যাকেটে ছিল চাল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো।
বিতরণকালে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন মুহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা গৌতম দাশ, রিগেন দাশ।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর বলেন, ‘সরকারের নির্দেশনা মেনে সবাই ঘরে আছেন। ফলে যারা রিকশা চালান, দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন।কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমার কানে এসেছে। ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন।মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় আমার নিজস্ব তহবিল হতে কলাউজানের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি।
সামান্য সাহায্য পেয়েও অসহায় পরিবারের লোকজন অনেক বেশী খুশি হয়েছেন।এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Comments
Add Your Comment