প্রকাশ: ২০২০-০৪-১১ ১৬:২৬:০৪ || আপডেট: ২০২০-০৪-১১ ১৬:২৬:০৪
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আল ওয়াজেদ রাফি(১০)। ১১ এপ্রিল(শনিবার) বেলা ১২টায় উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবাহান হাজির পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে ।বিষয়টি স্হানীয় প্রতিবেশী সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাফি মল্লিক ছোবাহান হাজির পাড়ার জিয়াউল হকের পুত্র এবং স্হানীয় হামেদিয়া এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
স্হানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে জাল দিয়ে মাছ ধরছিল শিশু রাফির দাদা ও বাবা। মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন তারা। এসময় তাদের অগোচরে খেলতে খেলতে শিশুটি পারিতে ডুবে যায়। পরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি করতে শুরু করে।একপর্যায়ে পুকুরে শিশু রাফি ভেসে উঠলে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে, শিশু রাফির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Comments
Add Your Comment