প্রকাশ: ২০২০-০৪-০৮ ১৬:২৬:৩৫ || আপডেট: ২০২০-০৪-০৮ ১৬:২৬:৩৫
রায়হান সিকদার,বিশেষ প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলাধীন মাদার্শা ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত করোনা দূর্যোগ হতদরিদ্র দুঃস্থদের মাঝে জি আর’র (সাধারন ত্রাণ) চাল বিতরণণ করেন মাদার্শা ইউনিয়ন পরিষদ। ৮ এপ্রিল বুধবার সকালে মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী’র উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদাশা ইউপি সচিব মোহাম্মদ হাসান, ইউপি সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন এই কর্মসূচীর অাওতায় উক্ত পরিষদের আওতায় বসবাসকারি করোনা দূর্যোগ শ্রমিক দিনমজুর অসহায় ও হতদরিদ্র দুঃস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০কেজি হারে প্রায় মোট ২শ‘ জনের মাঝে এই চাল বিতরণ করা হয় বলে জানান মাদার্শা ইউপি‘র সচিব মোহাম্মদ হাসান এবং এই কর্মসূচী অব্যাহত থাকবে।
Comments
Add Your Comment